Celebrating a Decade of Devotion: Gausia Committee Bangladesh Women Wing Marks 10th Anniversary, Urs Commemoration and Eid Reunion

Celebrating a Decade of Devotion: Gausia Committee Bangladesh Women Wing Marks 10th Anniversary, Urs Commemoration and Eid Reunion

Beloved Ones Adorn the Gathering of Devotion; Those Whom the Prophet (ﷺ) Calls to His Assembly Come Together.

💚💞💚💚💞💚💚💞💚💚💞💚💚💞💚

On Friday, June 28, 2024, Gausia Committee Bangladesh Women Wing organized a grand gathering at the auditorium of Jamea Ahmadia Sunnia Mohila Kamil Madrasah, commemorating the 10th founding anniversary of the committee, the sacred Urs of the Three Revered Hazrat- E- keram, and the Eid Reunion.

الحمد لله والشكر لله🌼
والصلاة السلام على حبيب الله🌼

🔻 Over a thousand women, including mothers and sisters, participated in this gathering, both online and in-person from across the nation and overseas.

🔻Distinguished scholars and respected officials from Gausia Committee Bangladesh central council graced the stage as speakers.

🌺 The event was honored by the presence of Mr. Alhaj Pyar Mohammad Commissioner, Chairman of the Gausia Committee Bangladesh Central Council, as the Chief Guest. The Chief Speaker was the esteemed retired Principal of Jamea Ahmadia Sunnia Kamil Madrasah, Mufti Osiur Rahman Al Qadri Huzur. The main speaker was the Director General of the Anjuman Research Center, Mawlana Abdul Mannan Huzur. Special guests included the Secretary-General of the Gausia Committee Bangladesh Central Council, Mr. Shahzad son of Didar, and the Joint Secretary-General, Mr. Advocate Mosaheb Uddin Bakhtiar. Also in attendance were the Principal of Jamea Ahmadia Sunnia Mohila Kamil Madrasah, Dr. Muhammad Sarwar Uddin Huzur, and Vice Principal Dr. Muhammad Saiful Alam Huzur.🌺

🌸 Advisors, officers, and members from Gausia Committee Bangladesh Women Wing, as well as officials from branch committees across the country, were also present. 🌸

💚 The event commenced with the recitation of Khatme Gausia Sharif, followed by group performances by branch committees and a series of cultural programs. 💚

🌼 Following this, the distinguished speakers presented detailed and relevant insights on the lives and contributions of the Three Revered Hazrat – E- keram, based on their research work. Sequentially, each guest offered their invaluable guidance, sharing memories of the proud history of the Women Wing and providing various organizational directives.

💟 As a special highlight of the gathering, a humble token of appreciation was presented to the Gausia Committee Bangladesh Central Council in gratitude. All honored guests extended heartfelt congratulations to the Women Wing on its 10th founding anniversary and expressed hopes for its continued growth and success.

🔰 The event concluded with a heartfelt final Dua by the Chief Speaker. 🤍💚

📍 Notably, in honor of the Urs of Hazrat Tayyab Shah (رحمه الله), Islamic cultural competitions in essay writing, calligraphy, and online poster creation were held throughout the month. Distinguished guests awarded valuable prizes to the winners. Additionally, various branch committees received commendatory awards after productive discussions.

👉 The Council’s exclusive affiliate organization, ♦️Zahra Batul Islamic Cultural Group, organized a special craft stall showcasing unique handmade items by members, officers, and especially a new Muslim artisan across various categories.♦️

May Allah, the Most Exalted, accept everyone’s efforts, Ameen.
In honor of the Leader of the Messengers (ﷺ).

~ Maassalam ~
Gausia Committee Bangladesh Women Wing 💖

 

মেহবুব কি মেহফিল কো মেহবুব সাজাতে হে
আ-তে হে ওয়াহি জিনকো সারকার বুলাতে হে

💚💞💚💚💞💚💚💞💚💚💞💚💚💞💚

গাউসিয়া কমিটি বাংলাদেশ মহিলা পরিষদ এর আয়োজনে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে গত ২৮শে জুন ২০২৪ ইং, রোজ জুমাবার জামেয়া আহমদিয়া সুন্নিয়া মহিলা কামিল মাদ্রাসা মিলনায়তনে অত্র কমিটির ১০ম প্রতিষ্ঠাবার্ষিকী, তিন হযরাতে কেরামের উরসে পাক ও ঈদ পুনর্মিলনী উপলক্ষে এক আজীমুশশান মাহফিল অনুষ্ঠিত হয়।

الحمد لله والشكر لله🌼
والصلاة السلام على حبيب الله🌼

🔻মাহফিলে দেশ-বিদেশের নানা প্রান্ত হতে অনলাইন অফলাইনে সহস্রাধিক মা-বোন উপস্থিত ছিলেন।

🔻আলোচক হিসেবে মঞ্চ অলংকৃত করেন দেশবরেণ্য উলামায়ে কেরাম এবং গাউসিয়া কমিটি বাংলাদেশ কেন্দ্রীয় পরিষদের সম্মানিত কর্মকর্তাবৃন্দ ।

♦️ প্রধান অতিথি হিসেবে গাউসিয়া কমিটি বাংলাদেশ কেন্দ্রীয় পরিষদের চেয়ারম্যান জনাব আলহাজ্ব পেয়ার মুহাম্মদ কমিশনার, প্রধান আলোচক হিসেবে জামেয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদ্রাসার সম্মানিত অবঃপ্রাপ্ত অধ্যক্ষ মুফতি অছিয়র রহমান আল কাদেরী হুজুর, প্রধান বক্তা হিসেবে আঞ্জুমান রিসার্চ সেন্টার এর মহাপরিচালক মওলানা আব্দুল মান্নান হুজুর, বিশেষ অতিথি হিসেবে গাউসিয়া কমিটি বাংলাদেশ কেন্দ্রীয় পরিষদ এর মহাসচিব জনাব শাহাজাদ ইবনে দীদার এবং যুগ্মমহাসচিব জনাব এড. মোছাহেব উদ্দীন বখতিয়ার এবং উপস্থিত ছিলেন। আরও উপস্থিত ছিলেন জামেয়া আহমদিয়া সুন্নিয়া মহিলা কামিল মাদ্রাসার অধ্যক্ষ ড. মুহাম্মদ সরওয়ার উদ্দীন হুজুর এবং উপাধ্যক্ষ ড. মুহাম্মদ সাইফুল আলম হুজুর।

♦️ গাউসিয়া কমিটি বাংলাদেশ মহিলা পরিষদের সম্মানিত উপদেষ্টা, কর্মকর্তা,কর্মী এবং দেশের নানান প্রান্তের শাখা কমিটির কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

খতমে গাউসিয়া শরীফ আদায়পূর্বক শাখা কমিটিগুলোর দলীয় পরিবেশনা ও একাধিক সাংস্কৃতিক কর্মসূচির মধ্যে দিয়ে মাহফিলের শুভসূচনা হয়।

অতঃপর বিজ্ঞ আলোচকবৃন্দ তাঁদের গবেষণাকর্মের আলোকে সিলসিলার তিনজন মাশায়েখে হযরাতের জীবন ও কর্মের উপর সূক্ষ্ণ ও যুগোপযোগী আলোচনা পেশ করেন।পর্যায়ক্রমে অতিথিবর্গ তাঁদের মূল্যবান নসীহত, মহিলা পরিষদের গৌরবময় ইতিহাস নিয়ে স্মৃতিচারণ ও সাংগঠনিক বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন।

💟 মাহফিলের বিশেষ আকর্ষণ হিসেবে গাউসিয়া কমিটি বাংলাদেশ কেন্দ্রীয় পরিষদকে কৃতজ্ঞতাস্বরূপ সামান্য তোহফা প্রদান করা হয়। উপস্থিত অতিথিবর্গের প্রত্যেকেই কেন্দ্রীয় মহিলা পরিষদকে ১০ম প্রতিষ্ঠাবার্ষিকী’র মুবারকবাদ জানিয়ে, এঁর সূদুরপ্রসারী উন্নতি কামনায় আশা ব্যক্ত করেন।

🔰পরিশেষে, প্রধান আলোচক মহোদয়ের আখেরী মুনাজাতের মাধ্যমে মাহফিলের সুসমাপ্ত হয়।।🤍

📍উল্লেখ্য, উরসে হযরত তৈয়ব শাহ্ (রহ.) উপলক্ষে মাসব্যাপী রচনা,ক্যালিগ্রাফি ও অনলাইন পোস্টার শীর্ষক পৃথক পৃথক বিভাগে ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতা চলমান ছিল। বিজয়ীদের হাতে সম্মানিত অতিথিবৃন্দ মূল্যবান পুরস্কার তুলে দেন। এছাড়াও, বিভিন্ন শাখা কমিটির সাথে মতবিনিময়পূর্বক প্রশংসামূলক পুরস্কার প্রদান করা হয়।

👉 কমিটির একমাত্র অঙ্গসংগঠন ♦️যাহরা বতুল ইসলামিক সাংস্কৃতিক গোষ্ঠী’র পক্ষ থেকে উদ্যোক্তা সদস্য,কর্মী,কর্মকর্তাদের বিশেষত একজন নওঁ মুসলিমের বিভিন্ন ক্যাটাগরির স্বতন্ত্র্য হস্তশিল্পের স্টল বসে।♦️

আল্লাহ সুবহানাহু ওয়া তাআ’লা সকলের খেদমাতকে কবুল করুন, আ-মীন।
বেহুরমাতে সায়্যিদিল মুরসালীন (ﷺ)।

সালামান্তে,
গাউসিয়া কমিটি বাংলাদেশ মহিলা পরিষদ।