Sahih Quran Tilawat and Important Masail Learning Course 2024
আল্লাহ পাকের দয়া, রসূলে কারীম (ﷺ) এর নিগাহে কারাম এবং হযরতে কেরামের মেহেরবানীতে ১৩ই মার্চ ২০২৪, ২রা রমজান ওরিয়েন্টেশন ক্লাসের মাধ্যমে শুরু হওয়া উক্ত কোর্সের সকল ক্লাস সুষ্ঠুভাবে সম্পাদনপূর্বক তিন ধাপে চূড়ান্ত যাচাই পর্ব শেষে সোমবার, ১লা এপ্রিল ২০২৪ মোতাবেক ২১শে রমজান, আলমগীর খানকাহ শরীফের তিন তলার মুবারক ছাদবাগানে গাউসিয়া কমিটি বাংলাদেশ মহিলা পরিষদের আয়োজনে অফলাইন-অনলাইন মিলে মোট চার ব্যাচের ২ শতাধিক প্রশিক্ষণার্থী, গাউসিয়া কমিটি বাংলাদেশ মহিলা পরিষদের কর্মকর্তা-কর্মী, কোর্স প্রশিক্ষকবৃন্দসহ প্রায় ২৫০ জনের উপস্থিতিতে পবিত্র শবে ক্বদর শীর্ষক আলোচনা সভা ও কোর্স সমাপনী মাহফিল আলীশানভাবে অনুষ্ঠিত হয়েছে, আলহামদুলিল্লাহ।
🔺গাউসিয়া কমিটি বাংলাদেশ মহিলা পরিষদ এর সম্মানিত ভারপ্রাপ্ত সভাপতি, জামেয়া আহমদিয়া সুন্নিয়া মহিলা কামিল মাদ্রাসার সুযোগ্য শিক্ষিকা জনাব শাহানা আফরোজ সাহেবার শুভেচ্ছা বক্তব্য প্রদানের মাধ্যমে উক্ত মাহফিল শুরু হয়। মাহফিলে শবে ক্বদর শীর্ষক আলোচনা পর্বে আরো উপস্থিত ছিলেন গাউসিয়া কমিটি বাংলাদেশ মহিলা পরিষদের সম্মানিত উপদেষ্টা, কর্মকর্তাবৃন্দ বিশেষত সাধারণ সম্পাদক সালমা নাসরিন সাহেবা, দাওরায়ে তরিকত বিভাগের প্রধান ও কেন্দ্রীয় প্রধান মুয়াল্লিমা কাজী আয়েশা সাবরিন সাহেবা, সাংগঠনিক সম্পাদক নুসরাত তামান্না সাহেবা, সহ সাংগঠনিক সম্পাদক ফাতেমাতুজ্জ জোহরা সাহেবা, সাহিত্য ও সংস্কৃতিক সম্পাদক ফারহাতুল জিনান সাহেবা সহ বিভিন্ন শাখা কমিটির কর্মকর্তা, কর্মীবাহিনী, কোর্সের প্রশিক্ষকবৃন্দ বিশেষত প্রধান ক্বারীয়া ও প্রধান প্রশিক্ষক জোবাইদুন নাহার পান্না সাহেবা এবং অনলাইন-অফলাই প্রশিক্ষণার্থীবৃন্দ।
♦️ নির্বাচিত প্রশিক্ষণার্থীর ক্বিরাত, যাহরা বতুল ইসলামি সাংস্কৃতিক গোষ্ঠীর নাত খাঁদের না’তে রসূল (ﷺ) পরিবেশনপূর্বক জামেয়া আহমদিয়া সুন্নিয়া মাদ্রাসা ও সাউদার্ন ইউনিভার্সিটির সম্মানিত সাবেক কৃতি শিক্ষার্থী এবং গাউসিয়া কমিটি বাংলাদেশ মহিলা পরিষদের কর্মকর্তা ও কেন্দ্রীয় মুয়াল্লিমা, উক্ত মাহফিলের প্রধান আলোচক সৈয়দা তাসলিমা আক্তার আযহারী সাহেবা শবে ক্বদর নিয়ে কুরআন হাদীসের আলোকে সুন্দর সারগর্ভ আলোচনা পেশ করেন।
♻️২য় পর্বে, কলেজ পড়ুয়া একজন প্রশিক্ষণার্থী তাঁর অনুভূতি ব্যক্ত করতে গিয়ে, কোর্সের ক্লাসগুলোতে প্রশিক্ষকদের ক্লান্তিহীন উপস্থাপন, প্রতিটি বিষয়ে নিরলস এবং আন্তরিকতার অতুলনীয় ছোঁয়ার পরশে সিক্ত হতে পেরে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন এবং সাধুবাদ জানিয়েছেন। জামেয়া আহমদিয়া সুন্নিয়া মহিলা কামিল মাদ্রাসা ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কৃতি শিক্ষার্থী এবং গাউসিয়া কমিটি বাংলাদেশ মহিলা পরিষদের সম্মানিত মুয়াল্লিমা ও ক্বারীয়া উক্ত কোর্সের একজন প্রশিক্ষক, আমিনা সালেহাতুন নূর সাহেবাও তাঁর অনুভূতি প্রকাশ করেন এবং কোর্স থেকে লব্ধ জ্ঞান বেশি বেশি চর্চার আহ্বান জানান।
অতঃপর উক্ত কোর্সের মনোযোগী ও সর্বোচ্চ উপস্থিতি ক্যাটাগরিতে বিজয়ীদের পুরস্কৃত করা হয় এবং অংশগ্রহণকারী প্রশিক্ষণার্থীবৃন্দকে সনদ প্রদান করা হয়।
♻️৩য় পর্বে মাহফিলের প্রধান অতিথি গাউসিয়া কমিটি বাংলাদেশ কেন্দ্রীয় পরিষদের মান্যবর চেয়ারম্যান, আলহাজ্ব পেয়ার মুহাম্মদ কমিশনার সাহেব এবং মাহফিলের বিশেষ অতিথি যুগ্ম মহাসচিব আলহাজ্ব এডভোকেট মোসাহেব উদ্দীন বখতিয়ার সাহেব উপস্থিত হয়ে মাহফিলের রওনক বহুগুণ বৃদ্ধি করেছেন।।
মান্যবর চেয়ারম্যান সাহেব তাঁর বক্তব্যে মহিলা পরিষদের সকল কার্যক্রম মাইলফলক হিসেবে উল্লেখ করেছেন এবং মহিলা পরিষদ বিভিন্ন দেশে ছড়িয়ে পড়েছে বলে তিনি খুবই আনন্দিত এবং এর উচ্ছ্বসিত প্রশংসা করেছেন।
সম্মানিত বিশেষ অতিথি সাহেব বলেন — “গাউসিয়া কমিটি বাংলাদেশ মহিলা পরিষদ এর সকল কার্যক্রমের সফলতা দরবারে সিরিকোট শরীফ এর কবুলিয়তের নমুনা” আলহামদুলিল্লাহ।
🔰তিনি আরো বলেন– গাউসিয়া কমিটি বাংলাদেশ মহিলা পরিষদ, গাউসিয়া তারবিয়াতি নেসাব হতে প্রথম মুখস্থ প্রতিযোগিতা আঞ্জাম দিয়েছেন যদিও আরো অনেকে এ বিষয়ে যোগাযোগ করেছেন এবং নিশ্চয় তারাও এই মুখস্থ প্রতিযোগিতার আয়োজন করেছেন। সহীহ কুরআন তিলাওয়াত কোর্সের প্রসারতা এবং দীর্ঘমেয়াদি আয়োজন তিনি কামনা করেন, যাতে করে পুরো বছর জুড়ে কেউ না কেউ এই কোর্স থেকে উপকার লাভ করতে পারেন এবং তিনি আরো আশা ব্যক্ত করে বলেন তারবিয়াতী নেসাবেরও মুখস্থ পাঠ জারি রাখা, যা অবশ্যই ভবিষ্যতে দাওয়াতে খায়র আঞ্জামে গুরুতর অবদান রাখবে।
🔖উল্লেখ্য, এবারের কোর্সটি বিশেষ কিছু পর্ব দিয়ে সজ্জিত ছিল— নাযেরা পদ্ধতিতে তিলাওয়াত, পাওয়ার পয়েন্ট ও স্লাইড প্রদর্শনের মাধ্যমে তাজভীদ শিক্ষা, বিভিন্ন ইসলামি মনীষীদের জীবনী হতে মু’মিনা রমণী হবার আদর্শ মাসাঈল, ইসলামী সভ্যতা ও নিত্য প্রয়োজনীয় দোয়া-দরূদ শিক্ষা, দ্বিতীয়ত, অর্থসহ সূরা মুখস্থ প্রতিযোগিতা ও গাউসিয়া তারবিয়াতি নেসাব হতে নির্বাচিত অংশের মুখস্থ প্রতিযোগিতার আয়োজন ছিল এবং সর্বশেষ ১৫ দিনের টার্গেটে সকল প্রশিক্ষণার্থীদের মাধ্যমে খতমে কুরআন সম্পন্ন করা।
প্রত্যেক পর্ব থেকে নির্বাচিত মনোযোগী ও প্রশিক্ষণার্থীদেরকে পুরস্কৃত করা হয়।
💌 সেই সাথে আরেকটি বিষয় উল্লেখ না করলেই নয়– এবারের কোর্সে সকাল-বিকাল বাচ্চাদের জন্য দুটো আলাদা ব্যাচ ও আলাদা প্রশিক্ষক দ্বারা একই সময়ে পরিচালিত হতো। তাদেরও আলাদা পরীক্ষা নেওয়া হয় এবং তারাও খুবই ভালো ফলাফল করে যার ভিত্তিতে পুরস্কার প্রদান করা হয়।
💝পরিশেষে, কোর্সসংশ্লিষ্ট সকল প্রশিক্ষক-প্রশিক্ষণার্থী, কর্মকর্তা-কর্মী, শুভাকাঙ্ক্ষীকে আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করছি। একইসাথে বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করছি, গাউসিয়া কমিটি বাংলাদেশ মহিলা শাখা, ঢাকা টীম এবং UAE টীমকে, যাঁরা অনলাইন-অফলাইন চারটি ব্যাচে অক্লান্ত পরিশ্রম করে যাওয়া আইটি টিমকে মোবাইল স্ট্যান্ড ও প্রিন্টার উপহার দিয়েছেন। আরো উল্লেখ্য, ৪ঠা এপ্রিল ২০২৪ পবিত্র খতমে গাউসিয়া শরীফ ও ইফতার মাহফিল আয়োজনের মাধ্যমে মাসব্যাপী সহীহ কুরআন তিলাওয়াত ও জরুরি মাসাঈল শিক্ষা কোর্স’২৪ এর সমাপ্তি হয়, আলহামদুলিল্লাহ।
আল্লাহ রাব্বুল আলামিন রাসূলে পাক (ﷺ) এর সদক্বায় কবুল করুন এবং রমজান মাস উপলক্ষে প্রত্যেকের খেদমত এর সর্বোচ্চ জাযা দান করুন এবং সর্বদা আমাদের নাছিয গোলামদেরকে খেদমতে নিয়োজিত থাকার তৌফিক দান করুন। আ-মিন। বেহুরমাতি সায়্যিদিল মুরসালিন।
সালামান্তে,
গাউসিয়া কমিটি বাংলাদেশ মহিলা পরিষদ।