Annual Meeting 2025 of Gausia Committee Bangladesh Women Wing Held at Almgir Khanqah Sharif

Annual Meeting 2025 of Gausia Committee Bangladesh Women Wing Held at Almgir Khanqah Sharif

Annual Meeting 2025 of Gausia Committee Bangladesh Women Wing Held at Almgir Khanqah Sharif

Assalamu Alaikum wa Rahmatullahi wa Barakatuhu.

“Rasool-e-Khuda ki ghulami mein kya hai,

Zara tum ghulami mein aakar to dekho.

Ghulami yeh hai baadshahi se behtar,

Idhar aao, qismat jaga kar to dekho!”

Alhamdulillah! Alhamdulillah!

On Saturday, 25th January 2025, from 2:00 PM onwards, the Annual Meeting 2025 of Gausia Committee Bangladesh Women Wing was held at Almgir Khanqah-e-Qaderia Sayedia Taiyabia.

🔹 First Session:

The meeting commenced with the blessed recitation of Khatm-e-Gausia Sharif, seeking divine blessings from the Mashayekh-e-Hazraat for the spiritual success of the new year’s plans and for the spiritual strength of the office bearers.

🔹 Second Session:

The session featured a study circle titled “Lives of the Great Islamic Personalities”, conducted by a respected Mu’allima of the Women Wing.

▶️ After the study circle, the Organizational Secretary announced the official programs and action plans for the year 2025 for all branch committees.

▶️ The Finance Secretary provided a detailed review of all financial activities and instructed all branches to submit written financial reports regularly, with February set as the deadline for the next report.

▶️ The North District Representative delivered a session on strategic methods for effective promotion and outreach of the Women Wing’s programs.

💠 A highlight of the event was the awarding of the Gausia Tarbiyati Nisab Honor Award to four officers and one executive member in recognition of their active participation and service throughout the past year. The awards were presented by the respected advisors of the Women Wing.

💠 The meeting was graced by the honorable Advisory Board, officials, and active members from across:

  • Chattogram North, South, and Metropolitan Thana Committees
  • Other districts including Dhaka, Narayanganj, Brahmanbaria, Rangamati, Pabna, Satkhira, Rangpur, Rajshahi
  • And internationally from Dubai, Hong Kong, and the USA, both in-person and online.
    More than 250 representatives were in attendance.

🕊️ May Allah Subhanahu wa Ta’ala, through the blessings of Rasool-e-Karim ﷺ, Ghaus-e-Pak and Mashayekh-e-Hazraat, accept the sincerity and discipline of the Women Wing and grant all Gausian soldiers the ability to continue this sacred mission with even more dedication.

Ameen.

Bihurmat Sayyidil Mursaleen ﷺ

With prayers and warm regards,

Gausia Committee Bangladesh Women Wing 💚

আসসালামুআলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারকাতুহু

“রাসূলে (ﷺ) খোদা কি গোলামী ম্যায় কিয়া হ্যাঁয়, যারা তুম গোলামী ম্যায় আ’কার তো দেখো”

“গোলামী ইয়ে হ্যাঁয় বাদশাহী ছে বেহতর, ইধার আও ক্বিসমত জাগা কার তো দেখো”

আলহামদুলিল্লাহ! আলহামদুলিল্লাহ! 

২৫শে জানুয়ারি, ২০২৫ ইং রোজ শনিবার দুপুর ২.০০ টা হতে ‘আলমগীর খানক্বা-এ কাদেরিয়া সৈয়্যদিয়া তৈয়্যবিয়া’ তে গাউসিয়া কমিটি বাংলাদেশ মহিলা পরিষদ এর “বার্ষিক সভা-২০২৫” অনুষ্ঠিত হয়। 

 সভার প্রথম পর্বে মাশায়েখে হযরাতের নেগাহ করম নিয়ে নব বছরের কর্মপরিকল্পনার সফলতা কামনা ও কর্মকর্তাদের রূহানী ফুয়ুজাতের লক্ষে পবিত্র ‘খতমে গাউসিয়া শরীফ’ আদায় করা হয়।

 

 ⏺️ সভার ২য় পর্বে ‘মনীষীদের জীবনি শীর্ষক’ পাঠচক্র পরিচালনা করেন গাউসিয়া কমিটি বাংলাদেশ মহিলা পরিষদ এর সম্মানিত মুয়াল্লিমা।

  ▶️ পাঠচক্র পরবর্তী গাউসিয়া কমিটি বাংলাদেশ মহিলা পরিষদ এর সকল শাখা কমিটির প্রতি ২০২৫ সালের নির্দেশিত কর্মসূচি ঘোষণা দেন সংগঠনের সাংগঠনিক সম্পাদক। 

  ▶️এ পর্যায়ে সংগঠনের অর্থ সম্পাদক অর্থ দপ্তরের কার্যক্রম সমূহ বিস্তারিত ঘোষণার মাধ্যমে বিশ্লেষিত করেন। এবং সকল শাখা কমিটিকে নিয়মিতভাবে অর্থ রিপোর্ট লিখিতরূপে পালন করাসহ, ফেব্রুয়ারি মাসে প্রত্যেক শাখা কমিটিকে অর্থ রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দেন।

 ▶️গাউসিয়া কমিটি বাংলাদেশ মহিলা পরিষদের কার্যক্রম প্রচার- প্রসার কলা-কৌশল বিষয়ক বক্তব্য প্রদান করেন সংগঠনের– উত্তর জেলা প্রতিনিধি। 

💠 সর্বশেষ গত একবছর বিভিন্ন কার্যক্রমে সক্রিয় থাকার জন্য গাউসিয়া কমিটি বাংলাদেশ মহিলা পরিষদ এর উপদেষ্টা মহোদয়গনের মাধ্যমে ‘গাউসিয়া তারবিয়াতে নেসাব’ পুরস্কারস্বরূপ তুলে দেওয়া হয় সংগঠনের চারজন কর্মকর্তা ও একজন কার্যনির্বাহী সদস্যকে। 

  💠 সভায় গাউসিয়া কমিটি বাংলাদেশ মহিলা পরিষদের উপদেষ্টামন্ডলী, কর্মকর্তাগণ, কর্মীবৃন্দ এবং চট্টগ্রাম জেলার উত্তরজেলা, দক্ষিণজেলা ও চট্টগ্রাম মহানগরের ১৩ টি থানা কমিটি, সেই সাথে চট্টগ্রাম ও চট্টগ্রামের বাহিরে দেশের ঢাকা, নারায়নগঞ্জ, ব্রাক্ষণবাড়িয়া, রাঙ্গামাটি, পাবনা, সাতক্ষীরা, রংপুর, রাজশাহী এবং দেশের বাইরে দুবাই, হংকং, ইউ এস এ হতে অনলাইন-অফলাইন এ আড়াইশো কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

 আল্লাহ সুবহানাহু ওয়া তাআ’লা, রাসুলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, গাউসে পাক ও মাশায়েখে হযরাতের সদকায় গাউসিয়া কমিটি বাংলাদেশ মহিলা পরিষদ এর সার্বিক নীতিমালা এবং সাংগঠনিক শৃঙ্খলা মেনে  মাশায়েখে হযরাতের দেওয়া এই নেয়ামতে কুবরার কাজ চালিয়ে যাওয়ার বাসনায় নিমজ্জিত এ সকল গাউসিয়ান সৈনিকদের আরো বেশি বেশি খেদমত করার তৌফিক দান করুন।

আ-মীন। বিহুরমাতি সাইয়্যিদিল মুরসালিন (ﷺ)।

সালামান্তে

গাউসিয়া কমিটি বাংলাদেশ মহিলা পরিষদ💚