
AHLAN SAHLAN MAHE RABIUN NOOR MUBARAK
Welcome to You, O Rabi’un Nur!
We waited for you for a thousand years,
That blessed day you arrived—
Today, how much joy, how much excitement
Plays within our hearts, alive.
Gone are the days of weariness and despair—
Welcome, O Radiance of Rabi’ul Nur!
(by Morusundor)
Ahlan! Sahlan! Blessed Month of Rabi’un Nur Mubarak.
Assalamu Alaikum wa Rahmatullah.
Alhamdulillah, on 4th September 2024, corresponding to 1st Rabi’ul Awwal 1446 Hijri, the Gausia Committee Bangladesh Women’s Council organized a welcoming event and flag-hoisting ceremony to mark the beginning of the blessed month of Rabi’ul Awwal—Alhamdulillah.
In the first session of this blessed gathering, the program began with the recitation from the Holy Qur’an and beautiful Naat sharif presented by the members of Zahra Batool Islami Cultural Group. The event was formally inaugurated by Sister Jobeda Khanom, Joint General Secretary of the Gausia Committee Bangladesh Women’s Council, through her opening speech.
Continuing the session, Syedatun Nur Siddika, Secretary of Dawat-e-Khair, delivered a thought-provoking speech titled: “What is Milad and Why is Milad-un-Nabi (ﷺ) Necessary?” The session concluded with Milad, Qiyam, and a heartfelt Dua led by General Secretary Salma Nasrin.
In the second session, enthusiastic participation from officials, members, and children of the Gausia Committee Bangladesh Women’s Council filled the air with the sounds of Naats. Everyone celebrated the arrival of Rabi’un Nur by drawing and raising flags bearing “Eid Mubarak” in various languages, along with the crescent moon and the four-star emblem of the Anjuman.
To spread the joy of this spiritual celebration, a delightful arrangement of Tabarrukaat (cake, sweets, chocolates) was offered—Alhamdulillah.
Alhamdulillah
May Allah, the Lord of Glory, through the wasilah of His beloved Prophet (ﷺ), fill every heart with the love of Rasul (ﷺ), strengthen our faith, and grant us the ability to uphold the traditions of Milad-un-Nabi (ﷺ) for generations. May all the upcoming programs in this blessed month of Rabi’un Nur be tremendously successful and accepted in the court of our pious saints—Ameen.
With Salaam and Duas,
Gausia Committee Bangladesh Women Wing
তোমায় স্বাগতম, হে রবিউন নুর!
তোমার অপেক্ষা হাজার বছর ধরে
সেদিন তুমি এসেছিলে বলে—
আজ কত আনন্দ, কত উচ্ছ্বাস
আমাদের মনে খেলা করে।
ভ্রান্ত-ক্লান্ত বিদায় নিলো বহুদূর–
তোমায় স্বাগতম হে রবিউন নুর!
(মরুসুন্দর)
আহলান! সাহলান! মাহে রবিউন নূর মোবারক।
আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ।
আলহামদুলিল্লাহ ৪ঠা সেপ্টেম্বর, ২০২৪ মোতাবেক ১লা রবিউল আউয়াল ১৪৪৬ হিজরি,গাউসিয়া কমিটি বাংলাদেশ মহিলা পরিষদ এর আয়োজনে রবিউল আউয়াল মাসকে স্বাগত জানিয়ে আহলান সাহলান অনুষ্ঠান ও পতাকা উত্তোলন কর্মসূচি অনুষ্ঠিত হয় আলহামদুলিল্লাহ।
উক্ত মাহফিলের প্রথম পর্বে “যাহরা বতুল ইসলামি সাংস্কৃতিক গোষ্ঠীর” ক্বারীয়া ও নাত খাঁ দের সমন্বয়ে পবিত্র কালামে পাক হতে তেলাওয়াত ও নাতিয়া কালামের মাধ্যমে এবং গাউসিয়া কমিটি বাংলাদেশে মহিলা পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক জোবেদা খানম সাহেবা কর্তৃক শুভ উদ্বোধনী বক্তব্যের মাধ্যমে রবিউন নূর মাসব্যাপী মীলাদ মাহফিলের সূচনা হয়। মাহফিলের ধারাবাহিকতায়, গাউসিয়া কমিটি বাংলাদেশ মহিলা পরিষদ এর দাওয়াতে খায়র সম্পাদক সৈয়দাতুন নূর সিদ্দিকা সাহেবা ‘মীলাদ কি ও কেন, মিলাদুন্নবী (ﷺ) এর প্রয়োজনীয়তা’ শীর্ষক বক্তব্য প্রদান করেন। সর্বশেষ মিলাদ-ক্বিয়াম ও সংগঠনের সাধারণ সম্পাদক সালমা নাসরিন সাহেবা কর্তৃক মুনাজতের মধ্য দিয়ে প্রথম পর্বের সমাপ্তি হয়।
মাহফিলের দ্বিতীয় পর্বে গাউসিয়া কমিটি বাংলাদেশ মহিলা পরিষদের সর্বস্তরের কর্মী, কর্মকর্তা ও বাচ্চাদের অংশগ্রহণে নাতের ধ্বণিতে রবিউন নূরকে স্বাগত জানিয়ে ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে সবাই হাতে হাতে বিভিন্ন ভাষায় ঈদ মোবারক ও আঞ্জুমানের চাঁদ ও চার তারকা খচিত পতাকা অঙ্কন করে পতাকা উত্তোলন কর্মসূচিতে অংশগ্রহণ করেন।মাহফিলের খুশি উদযাপনে মিষ্টিমুখ করতে তাবাররুকাতের(কেক,মিষ্টি,চকলেট)আয়োজন করা হয়।
আলহামদুলিল্লাহ
আল্লাহ রাব্বুল ইজ্জত তাঁর পেয়ারা হাবিব সারকারে দোজাহান রাসুলে আকরাম(ﷺ) এর উসিলায় প্রত্যেককেই অন্তরে ইশ্বকে রাসুল (ﷺ) ধারণ করে ঈমাণী শক্তি মজবুত করে যুগ যুগ ধরে এই মিলাদুন্নবী (ﷺ) পালন করে যাওয়ার তৌফিক নসীব করুক। আসন্ন রবিউন নূর শরীফের সকল কার্যক্রমে আজিমুশশান কামিয়াবি নসীব করুন এবং সকলকে হযরতে কেরামের দরবারে কবুল করুন, আ-মীন।
সালামান্তে,
গাউসিয়া কমিটি বাংলাদেশ মহিলা পরিষদ।