A Spiritual Gathering and Annual Conference On The Urs-e-Pak of Syed Muhammad Tayyab Shah At Boluar Dighi Khanqah Sharif

A Spiritual Gathering and Annual Conference On The Urs-e-Pak of Syed Muhammad Tayyab Shah At Boluar Dighi Khanqah Sharif

A Spiritual Gathering and Annual Conference On The Urs-e-Pak of Syed Muhammad Tayyab Shah At Boluar Dighi Khanqah Sharif

Assalamu Alaikum wa Rahmatullah.

What has the Messenger of Allah not shown us in servitude? Come and see how true servitude looks like!
Alhamdulillah, Alhamdulillah!

On Sunday, June 23, 2024, on the occasion of the 32nd Urs-e-Pak of Ghaus-e-Zaman Hafiz Qari Syed Muhammad Tayyab Shah Huzur (Rahmatullah Alaih), a spiritual gathering and annual conference (2nd) was held at the sacred Boluar Dighi Khanqah Sharif, a place enriched with the blessed memories of Huzur (Rah.).

The event was organized by the Gausia Committee Bangladesh Women’s Council and managed by the Gausia Committee Bangladesh Women Wing’s Unit, Kotwali East Thana.
The program included Khatm-e-Quran, Khatm-e-Ghausia Sharif, and a discussion session.

A welcome speech was delivered by Samia Jamal, Member Secretary of the Gausia Committee Bangladesh Women Wing’s Unit, Kotwali East Thana.

An enlightening discussion on the legacy and spiritual rank of Hazrat Muhammad Tayyab Shah Huzur (Rah.) was presented by Qazi Ayesha Sabrin, Head of the Dawrah-e-Tariqat Department of the Gausia Committee Bangladesh Women Wing.She highlighted the saint’s miracles and his noble example of humility and self-concealment.

Nusrat Tamanna, the Organizational Secretary of the Gausia Committee Bangladesh Women Wing elaborated on the importance of maintaining reverence for the spiritual court, gratitude for divine blessings, and the etiquette expected of disciples.

A special guest speech was delivered by Salma Nasrin, the esteemed General Secretary of the Gausia Committee Bangladesh Women’s Council. She spoke about devotion to the spiritual court and the responsibilities of the disciples.

Heartfelt memories of Huzur Qibla (Rah.) were shared by Fatematuj Johra Begum, respected advisor of the Gausia Committee Bangladesh Women’s Council and the chief guest of the event. As a devoted disciple, she recalled cherished moments with her spiritual guide.

The event was presided over by the wife of the Senior Vice President of Anjuman-e-Rahmania Ahmadia Sunnia Trust, and was graced by the presence of other dignitaries including:

Jobeda Khanam, Honorable Advisor and Joint General Secretary,

Sayyidatun Nur Siddika, Secretary of Da’wate Khair,

Farhatul Jinan Ruhi, Cultural Secretary,

Samia Jahan, Assistant Organizational Secretary,
along with various officials, workers, members from Kotwali East Thana, and mothers and sisters from distant places.

Finally, Jobeda Khanam, Joint General Secretary of the Gausia Committee Bangladesh Women Wing concluded the event with a request for prayers from all.

May Allah Ta’ala accept all our intentions and presence, grant us the blessings and grace of Huzur Qibla (Rah.), Ameen.
Bi hurmati Sayyidil Mursaleen.

With regards,
Gausia Committee Bangladesh Women Wing

আসসালামু আলাইকুম ওয়ারহমাতুল্লাহ।

রাসূলে খোদা কি গোলামী ম্যায় কিয়া হ্যায়, যারা তুম গোলামী ম্যায় আ’কার তো দেখো!

আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ!

গত ২৩ শে জুন, ২০২৪ ইং, রোজ রবিবার গাউসে জামান হাফেজ ক্বারী সৈয়্যদ মুহাম্মদ তৈয়্যব শাহ হুজুর (রহ)’র ৩২ তম উরসে পাক উপলক্ষে গাউসিয়া কমিটি বাংলাদেশ মহিলা পরিষদ এর পরিচালনায় ও গাউসিয়া কমিটি বাংলাদেশ মহিলা শাখা, কোতোয়ালি পূর্ব থানার ব্যবস্থাপনায় হযরত তৈয়্যব শাহ (রহ) এর স্মৃতি বিজড়িত বলুয়ার দিঘি খানকাহ শরীফে পবিত্র খতমে কুরআন, খতমে গাউসিয়া শরীফ ও বার্ষিক সম্মেলন (২য়) উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উক্ত মাহফিলে খতমে কুরআন, খতমে গাউসিয়া আদায় পূর্বক আলোচনা সভায় শুভেচ্ছা বক্তব্য রাখেন গাউসিয়া কমিটি বাংলাদেশ মহিলা শাখা, কোতোয়ালি পূর্ব থানার সদস্য সচিব সামিয়া জামাল সাহেবা।

হযরত মুহাম্মদ তৈয়্যব শাহ হুজুর (রহ)’র এর শানে আলোচনা করেন গাউসিয়া কমিটি বাংলাদেশ মহিলা পরিষদ এর দাওরায়ে তরিক্বত বিভাগের প্রধান কাজী আয়েশা সাবরিন সাহেবা।
আলোচনায় হুজুর কিবলায়ে আলমের কারামত সহ নিজেকে গোপন রাখার মহান আদর্শ ফুটিয়ে তুলেন।

দরবারের শান-মান ও মুরিদ হিসেবে আদব রক্ষা, নেয়ামতের শোকর আদায় নিয়ে বিস্তারিত আলোচনা করেন গাউসিয়া কমিটি বাংলাদেশ মহিলা পরিষদ এর সাংগঠনিক সম্পাদক নুসরাত তামান্না সাহেবা।

মাহফিলে বিশেষ অতিথির বক্তব্য রাখেন গাউসিয়া কমিটি বাংলাদেশ মহিলা পরিষদ এর সম্মানিত সাধারণ সম্পাদক সালমা নাসরিন সাহেবা।
বক্তব্যে তিনি দরবারের প্রতি একনিষ্ঠতা, মুরিদ হিসেবে আমাদের কর্তব্য সম্পর্কে বলেন।

হুজুর ক্বিবলা (রহ)’র স্মৃতি চারণ করেন গাউসিয়া কমিটি বাংলাদেশ মহিলা পরিষদ এর সম্মানিত উপদেষ্টা এবং মাহফিলের প্রধান অতিথি ফাতেমাতুজ জোহরা বেগম সাহেবা।
হুজুর ক্বিবলা (রহ)’র মুরিদান হিসেবে তিনি পীরের সাথে বিভিন্ন সময়কার দৃশ্যের স্মৃতি বর্ণনা করেন।

মাহফিলের সভাপতিত্বে ছিলেন আনজুমান-এ রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্টের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট এর সহধর্মিণী এবং সেই সাথে উপস্থিত ছিলেন গাউসিয়া কমিটি বাংলাদেশ মহিলা পরিষদ এর সম্মানিত উপদেষ্টা, যুগ্ম সাধারণ সম্পাদক জোবেদা খানম সাহেবা, দা’ওয়াতে খায়র সম্পাদক সৈয়্যদাতুন নূর সিদ্দিকা সাহেবা, সাংস্কৃতিক সম্পাদক ফারহাতুল জিনান রুহি সাহেবা, সহ-সাংগঠনিক সম্পাদক সামিয়া জাহান সাহেবা ও কর্মকর্তা, কর্মী সহ কোতোয়ালি পূর্ব থানার কর্মকর্তা এবং দূর দূরান্ত হতে আগত মা-বোন।

সর্বশেষ গাউসিয়া কমিটি বাংলাদেশ মহিলা পরিষদ এর সম্মানিত যুগ্ম সাধারণ সম্পাদক জোবেদা খানম সাহেবা সবার কাছে দো’আ চেয়ে মাহফিল সমাপ্ত করেন।

আল্লাহ তায়া’লা আমাদের সকলের উপস্থিতি এবং নিয়তকে কবুল করুন, হুজুর ক্বিবলা (রহ)’র ফয়েজ ও বরকত দান করুন, আ-মিন।
বেহুরমাতি সায়্যিদিল মুরসালিন।

সালামান্তে,
গাউসিয়া কমিটি বাংলাদেশ মহিলা পরিষদ।