
A Special Da’wat-e-Khair Women’s Mahfil held on Giyarvi Sharif At Jamiya Ahmadiyya Sunnia Kamil Madrasa
Assalamu Alaikum wa Rahmatullahi wa Barakatuhu,
Alhamdulillah…
On Friday, 13th December 2024 (corresponding to 10 Jumada al-Thani, 1446 Hijri), a special Da’wat-e-Khair Women’s Mahfil was held on the occasion of Giyarvi Sharif at the grounds of Jamiya Ahmadiyya Sunnia Kamil Madrasa, organized by the Gausia Committee Bangladesh Women’s Council, with the physical attendance of around 80 mothers and sisters.
Through Zoom, an additional 80 participants joined the Mahfil from nearly every division of Bangladesh as well as from the UAE, Oman, and India.
Topics covered in the Mahfil included:
The virtues of charity and giving (Sadaqah)
The truthfulness of Siddiq-e-Akbar (R.A.)
Love for the Holy Prophet Muhammad (ﷺ)
The importance and blessings of Dhikr
The merits of commemorating Giyarvi Sharif
From the Gausia Tarbiyati Nisaab, rulings on performing Salah while traveling (Musafir’s prayer)
Heartfelt congratulations to all who contributed and participated.
May Allah Rabbul Izzat accept everyone’s sincere service and efforts. Ameen!
Bi hurmati Sayyidil Mursaleen (ﷺ)
With warm regards,
Gausia Committee Bangladesh Women’s Wing
আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারকাতুহু।
আলহামদুলিল্লাহ…
১৩ ডিসেম্বর, ২০২৪ইং, রোজ শুক্রবার, ১০ জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি “জামেয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদ্রাসা” ময়দানে প্রায় ৮০ জন মা-বোনের উপস্থিতিতে গাউসিয়া কমিটি বাংলাদেশ মহিলা পরিষদ কর্তৃক আয়োজিত গিয়ারভী শরীফ উপলক্ষে “দা’ওয়াতে খায়র মহিলা মাহফিল” অনুষ্ঠিত হয়। এতে যুমের মাধ্যমে অনলাইনে দেশের প্রায় প্রতিটি বিভাগ সহ সংযুক্ত আরব আমিরাত, ওমান, ও ভারত হতে প্রায় ৮০ জন মা-বোন মাহফিলে অংশগ্রহণ করেন।
উক্ত মাহফিলে দান-সদকার ফযিলত, সিদ্দিকে আকবর (রা)’র সততা, রাসুলে পাক (ﷺ) এর প্রতি মহব্বত, যিকিরের ফযীলত ও গিয়ারভী শরীফ আদায়ের ফযীলত এবং গাউসিয়া তারবিয়াতী নেসাব হতে “মুসাফিরের নামাজ” আদায়ের হুকম সম্পর্কে আলোচনা করা হয়।
সংশ্লিষ্ট সকলকে আন্তরিকভাবে মোবারকবাদ জানাচ্ছি। আল্লাহ রব্বুল ইজ্জত সকলের খেদমতকে কবুল করুন, আমিন!
বিহুরমাতি সায়্যিদিল মুরসালিন (ﷺ)।
সালামান্তে~
গাউসিয়া কমিটি বাংলাদেশ মহিলা পরিষদ।