A PREPARATORY MEETING FOR MAHE RABIUL AWWAL

A PREPARATORY MEETING FOR MAHE RABIUL AWWAL

A PREPARATORY MEETING FOR MAHE RABIUL AWWAL

Assalamu Alaikum wa Rahmatullah,

Alhamdulillah, on Tuesday, September 10, 2024, a preparatory meeting was held by the Gausia Committee Bangladesh Women Wing with the participation of all branch committee officials and executive members, in anticipation of the upcoming sacred occasion of Jashne Eid-e-Milad-un-Nabi (ﷺ).

The meeting was conducted by Sadia Afrin, Assistant Office Secretary of the Women’s Council of Gausia Committee Bangladesh. Notable speeches were delivered by Farhatul Jinan Ruhi, Literary and Cultural Secretary; Nusrat Tamanna, Organizational Secretary; and Salma Nasrin, General Secretary.

In the meeting, detailed guidance was provided regarding the roles and responsibilities of branch committees for the upcoming Milad Mahfil on 9th Rabiul Awwal. Emphasis was placed on working together throughout the month of Rabiul Awwal and continuing to move forward in unity in the future. Several programs were also announced to encourage participation in these events.

Finally, a special prayer and supplication were offered for the departed soul of Ridwan Ashrafi Uncle, Assistant Organizational Secretary of the Central Council of Gausia Committee Bangladesh.

May Allah Almighty, through the Wasila of His beloved Messenger (ﷺ), bestow upon everyone the blessings of Eid-e-Milad-un-Nabi and grant our beloved uncle the highest ranks in Jannatul A’la, Ameen.

Bihurmati Sayyidil Mursalin.

With Salam,

Gausia Committee Bangladesh Women Wing

 

আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ।

আলহামদুলিল্লাহ ১০ই সেপ্টেম্বর,২০২৪ ইং রোজ মঙ্গলবার গাউসিয়া কমিটি বাংলাদেশ মহিলা পরিষদ এর সকল শাখা কমিটির কর্মকর্তা, কার্যনির্বাহী সদস্যদের নিয়ে আসন্ন পবিত্র জশনে ঈদে মিলাদুন্নবী (ﷺ) উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। সভা সঞ্চালনা করেন গাউসিয়া কমিটি বাংলাদেশ মহিলা পরিষদ এর সহ-দপ্তর সম্পাদক সাদিয়া আফরিন সাহেবা এবং বক্তব্য রাখেন সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক ফারহাতুল জিনান রুহি সাহেবা, সাংগঠনিক সম্পাদক নুসরাত তামান্না সাহেবা, ও সাধারণ সম্পাদক সালমা নাসরিন সাহেবা । সভায় আসন্ন ৯ রবিউল আউয়াল জশনে মিলাদ মাহফিলে শাখা কমিটির ভূমিকা কি কি হতে পারে তার বিশেষ দিকনির্দেশনা প্রদান করেন এবং রবিউল আউয়াল মাসব্যাপী সকল কার্যক্রমে একত্রিত থেকে ও ভবিষ্যতে একতা বজায় রেখে এগিয়ে যাওয়ার দাওয়াত প্রদান পূর্বক সকলে অংশগ্রহণের জন্য বিভিন্ন কর্মসূচির ঘোষণা প্রদান করেন।

সর্বশেষ গাউসিয়া কমিটি বাংলাদেশ কেন্দ্রীয় পরিষদ এর সহ-সাংগঠনিক সম্পাদক রিদওয়ান আশরাফি আঙ্কেল এর ইন্তেকালে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। আল্লাহ পাক রাসূল (ﷺ) এর উসিলায় সংশ্লিষ্ট সবাইকে পবিত্র ঈদে মিলাদুন্নবী এর ফুয়ুজাত নসিব করুন এবং আঙ্কেল কে জান্নাতের আ’লা মকাম নসিব করুন, আমীন।
বিহুরমাতি সায়্যেদিল মুরসালিন।

সালামান্তে,

গাউসিয়া কমিটি বাংলাদেশ মহিলা পরিষদ।