
4th Class of Sahih Quran & Masail Course Held with Special Segment on International Women’s Day
💛 “Jis ka aanchal na dekha Mah o Mehr ne,
Us ridā-e-nazāhat pe laakho salaam!”
🩵 Alhamdulillah! Alhamdulillah! Alhamdulillah! 💙
On Saturday, 8th March 2025 (7th Ramadan), the 4th class of the “Sahih Quran Tilawat & Essential Masail Education Course – 2025” organized by Gausia Committee Bangladesh Women Wing was successfully held both offline at Almgir Khanqah Sharif and online via Zoom, with the participation of over 240 registered trainees, including general women and university students.
💝 On the occasion of International Women’s Day, a special post-class segment was arranged. Distinguished advisors and guests graced the event.
♦ In addition to regular Tajweed lessons, a session was dedicated to the life and contributions of Ummul Mu’minin Sayyidah Aisha Siddiqa (R.A.).
♦ On the Women’s Day segment, inspiring speeches were delivered by:
- Shahana Afroze Madam, Senior Teacher, Jamea Ahmadia Sunnia Mohila Kamil Madrasah
- Shahin Akter Chowdhury, Lecturer, KC Shaheed Ziaur Rahman Degree College
- Hafeza Afrin, Teacher, Rahmania High School
Additionally, Zahra Batul Cultural Group, the only affiliated wing of Gausia Committee Bangladesh Women Wing, organized a special exhibition titled “Zahra Shop”, featuring stalls run by female entrepreneurs showcasing essential women’s products.
🔹 May Allah Subhanahu wa Ta’ala bless us all to recite the Holy Qur’an with proper Tajweed, learn essential Islamic rulings (Masail), and shape our lives following the model of the blessed Mothers of the Believers. Ameen.
Bihurmat Sayyidil Mursaleen ﷺ
With prayers and warm regards,
Gausia Committee Bangladesh Women Wing
💛”জিস কা আঁচল না দেখা মাহ ও মেহর নে,
উস রিদায়ে নাযাহাত পে লাখো সালাম।”
🩵আলহামদুলিল্লাহ! আলহামদুলিল্লাহ!
আলহামদুলিল্লাহ!💙
৭ই রমজান, ৮ই মার্চ ২০২৫ইং, রোজ শনিবার, গাউসিয়া কমিটি বাংলাদেশ মহিলা পরিষদ এর পক্ষ হতে আয়োজিত ♥”সহীহ কুরআন তিলাওয়াত ও জরুরী মাসাইল শিক্ষা কোর্স-২০২৫ইং”♥ এর ৪র্থ ক্লাস অফলাইনে পবিত্র আলমগীর খানকাহ শরীফে এবং অনলাইনে যুমের মাধ্যমে সাধারণ মা-বোন ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে প্রায় ২৪০ জনেরও অধিক রেজিস্ট্রেশনকৃত প্রশিক্ষণার্থীর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মাধ্যমে অনুষ্ঠিত হয়।
এতে 💝আন্তর্জাতিক নারী দিবস💝 উদযাপন উপলক্ষে কোর্স পরবর্তী বিশেষ আয়োজন ছিল।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপদেষ্টা ও অতিথিবৃন্দ।
♦আজকের কোর্সে অন্যান্য নিয়মিত তাজবীদ পাঠের পাশাপাশি নারী দিবস উপলক্ষে উম্মুল মু’মিনীন হযরত মা আয়েশা সিদ্দীকা (রঃ) সম্পর্কে আলোচনা হয়।
আন্তর্জাতিক নারী দিবস উদযাপন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে জামেয়া আহমদিয়া সুন্নিয়া মহিলা কামিল মাদরাসার সিনিয়র শিক্ষিকা শাহানা আফরোজ ম্যাম এবং কে সি শহীদ জিয়াউর রহমান ডিগ্রি কলেজের প্রভাষক শাহীন আক্তার চৌধুরী এবং রহমানিয়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষিকা হাফেজা আফরিন বক্তব্য রাখেন।
এছাড়াও গাউসিয়া কমিটি বাংলাদেশ মহিলা পরিষদের একমাত্র অঙ্গসংগঠন যাহরা বতুল সংস্কৃতিক গোষ্ঠীর যাহরা শপের উদ্যোগে নারীদের প্রয়োজনীয় সামগ্রী নিয়ে বিভিন্ন উদ্যোক্তারা স্টল বসিয়েছেন।স্টলে উদ্যোক্তাদের নিজ নিজ সামগ্রীর প্রদর্শনী ছিল।
🔹আল্লাহ সুবহানাহু ওয়া তাআ’লা আমাদের সবাইকে পবিত্র কুরআন সহীহ শুদ্ধভাবে তাজভীদ সহকারে তিলাওয়াত করার এবং জরুরী মাসায়ালা-মাসাইল শিক্ষা অর্জন করার পাশাপাশি উম্মুল মুমীনীনগণের আদর্শে নিজেকে গড়ে তোলার তৌফিক দান করুন, আ-মীন।🤲🏻 বিহুরমাতি সায়্যিদিল মুরসালীন (দরুদ)।
সালামান্তে,
গাউসিয়া কমিটি বাংলাদেশ মহিলা পরিষদ।♥