44th Da’wat-e-Khair Women’s Mahfil at City View A/A Unit

44th Da’wat-e-Khair Women’s Mahfil at City View A/A Unit

44th Da’wat-e-Khair Women’s Mahfil at City View A/A Unit

Assalamu Alaikum wa Rahmatullahi wa Barakatuhu

Alhamdulillah!

 

On Friday, November 15, 2024, under the supervision of Gausia Committee Bangladesh Women’s wing and organized and hosted by the Gausia Committee Bangladesh Women’s Wing, City View A/A Unit, the 44th Da’wat-e-Khair Women’s Mahfil was successfully held at the unit.

 

🌸 During the Mahfil, the noble status of the Holy Prophet ﷺ was highlighted through the verses of the Holy Qur’an. Reflections on the love for the Prophet ﷺ and the importance of following the Sunnah were presented in light of Hadith. Additionally, from the Gausia Tarbiyati Nisab, the significance of observing prayer times and subsequent discussions on Dhikr (remembrance of Allah) were thoroughly explained.

 

→ More than a hundred mothers and sisters were in attendance.

May Allah Subhanahu wa Ta’ala accept the sincere efforts of everyone. Ameen.
By the honor of Sayyidul Mursaleen (ﷺ).

 

💬 Source: Gausia Committee Bangladesh Women’s Wing, City View A/A Unit

 

With salutations,

Gausia Committee Bangladesh Women’s Wing

 

আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ্।

আলহামদুলিল্লাহ!

 

১৫ই নভেম্বর ২০২৪ ইংরেজি, রোজ শুক্রবার গাউসিয়া কমিটি বাংলাদেশ মহিলা পরিষদ এর পরিচালনায়, গাউসিয়া কমিটি বাংলাদেশ মহিলা শাখা সিটিভিউ আ/এ ইউনিট এর আয়োজনে ও ব্যবস্থাপনায়

অত্র ইউনিটে ৪৪তম দাওয়াতে খায়র মহিলা মাহফিল সুসম্পন্ন হয়।

 

উক্ত মাহফিলে পবিত্র কুরআন হতে রসূল পাক ﷺ এর সুমহান শান, হাদীসের আলোকে রসূল পাক ﷺ কে ভালোবাসার বহিৎপ্রকাশ সুন্নাতের অনুসরণের বিষয়ে আলোকপাত করা হয়। গাউসিয়া তারবিয়াতী নেসাব হতে নামাজের ওয়াক্তের গুরুত্ব এবং তৎপরবর্তী যিকির প্রসঙ্গে সবিস্তারে আলোচনা করা হয়।

→এতে শতাধিক মা-বোন উপস্থিত ছিলেন।

 

আল্লাহ সুবহানাহু ওয়া তাআ’লা সকলের খেদমাতকে কবুল করুন, আ-মীন।
বিহুরমাতে সায়্যিদিল মুরসালীন{ﷺ}।

 

💬 তথ্যসূত্র: গাউসিয়া কমিটি বাংলাদেশ মহিলা শাখা, সিটিভিউ আ/এ ইউনিট।

 

সালামান্তে,

গাউসিয়া কমিটি বাংলাদেশ মহিলা পরিষদ।