Assalamu Alaikum wa Rahmatullahi Wabarakatuhu
- Alhamdulillah!On the 24th of May, 2024 (Friday, after Asr), the Gausia Committee Bangladesh Women’s Wing, Rangamati District, organized a gathering at Khanqah Sharif, near DC Bangla Road to observe theRA), Urs of Hazrat Syed Ahmad Shah Sirekoti ( the Shahen Shah of Sirikot. Women from the local area collectively performed the Holy Quran Khitma, Tahleel Khitma, and Gausia Sharif Khatam. An online meeting was held with the honorable members of the Gausia Committee Bangladesh Women Wing, where a discussion session focused on the biography and activities of Hazrat Syed Ahmad Shah Sirekoti (RA). The discussion was presented by Mrs. Sadia Afrin, a former distinguished student of the Fiqh department at Jamia Ahmadia Sunnia Kamil Madrasa, and the respected central Muallima, Deputy Secretary, and North Chittagong District Representative of Gausia Committee Bangladesh Women Wing . The esteemed General Secretary and Organizational Secretary of Gausia Committee Bangladesh Women’s Wing Council also attended the meeting via online Zoom.
May Allah Subhanahu wa Ta’ala accept everyone’s service. Ameen.
Source: Gausia Committee Bangladesh Women’s Branch, Rangamati District (Proposed).
With regards,
Gausia Committee Bangladesh Women Wing
আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ।
- আলহামদুলিল্লাহ!গত ২৪শে মে, ২০২৪ ইংরেজি, জুমাবার বাদে আসর গাউসিয়া কমিটি বাংলাদেশ মহিলা শাখা, রাঙ্গামাটি জেলার আয়োজনে রাঙ্গামাটি জেলার ডি সি বাংলা রোড সংলগ্ন খানক্বা শরীফে শাহেন শাহে সিরিকোট হযরত সৈয়দ আহমদ শাহ সিরিকোটি (রহ.)এর ওরশ উপলক্ষ্যে উক্ত এলাকার মা-বোনেরা সম্মিলিতভাবে পবিত্র খতমে কুরআন, খতমে তাহলীল ও খতমে গাউসিয়া শরীফ আদায় করেন এবং অনলাইন যুমের মাধ্যমে গাউসিয়া কমিটি বাংলাদেশ মহিলা পরিষদের সম্মানীত কর্মকর্তাদের উপস্থিতিতে জীবনী ও কর্মভিত্তিক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে আলোচনা পেশ করেন জামেয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদ্রাসার ফিকহ বিভাগের সাবেক কৃতি শিক্ষার্থী, গাউসিয়া কমিটি বাংলাদেশ মহিলা পরিষদের সম্মানিত কেন্দ্রীয় মুয়াল্লিমা, সহ দপ্তর সম্পাদক চট্টগ্রাম উত্তরজেলা প্রতিনিধি জনাব সাদিয়া আফরিন। সেই সাথে গাউসিয়া কমিটি বাংলাদেশ মহিলা পরিষদের সম্মানিত সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক অনলাইন যুমে উপস্থিত ছিলেন।
আল্লাহ সুবহানাহু ওয়া তাআ’লা সকলের খেদমতকে কবুল করুন,,আমীন।
তথ্যসূত্রঃ গাউসিয়া কমিটি বাংলাদেশ মহিলা শাখা, রাঙ্গামাটি জেলা (প্রস্তাবিত)।
সালামান্তে,
গাউসিয়া কমিটি বাংলাদেশ মহিলা পরিষদ।