40TH DAWATE KHAIR WOMEN MAHFIL AT CITY VIEW UNIT

40TH DAWATE KHAIR WOMEN MAHFIL AT CITY VIEW UNIT

40TH DAWATE KHAIR WOMEN MAHFIL AT CITY VIEW UNIT

Assalamu Alaikum Wa Rahmatullahi Wa Barakatuh.

Alhamdulillah! 💚

On 1st May 2024 (Wednesday), under the management of Gausia Committee Bangladesh Women’s Wing, and the organization of Gausia Committee Bangladesh Women’s Branch, CTVU A/A Unit, the 40th Dawat-e-Khair Women’s Mahfil was held at this unit.

In the said Dawat-e-Khair Women’s Mahfil, there was a detailed discussion on the virtues and significance of reciting Darood Sharif from Kanzul Iman, the greatness of ‘Salaat-o-Salaam’ of Ala Hazrat “Mustafa Jaan-e-Rehmat”, the virtues of fasting six days in the month of Shawwal, and related issues from the Gausia Tarbiyat syllabus.

🔅 Prior to the Mahfil, a holy Ghausia Sharif Khatm was completed under the management of the unit.

🩵🩵🩵 Additionally, as part of the Gausia Committee Bangladesh Women’s Wing’s Sharbat Distribution Program, a small quantity of Sharbat was distributed as Tabarruk among the present mothers and sisters. 💝

→ A total of 50 mothers and sisters were present.

May Allah Subhanahu Wa Ta’ala accept the services of all, Ameen. In the honor of Sayyidil Mursaleen (ﷺ).

🔘 Source: Gausia Committee Bangladesh Women’s Wing, City View Unit.

Sincerely,
Gausia Committee Bangladesh Women’s Wing. ♥️

আলাইকুম ওয়া রহমাতুল্লাহ্।

আলহামদুলিল্লাহ! 💚
১লা মে ২০২৪ ইংরেজি, রোজ বুধবার, গাউসিয়া কমিটি বাংলাদেশ মহিলা পরিষদ এর পরিচালনায়, গাউসিয়া কমিটি বাংলাদেশ মহিলা শাখা, সিটিভিউ আ/এ ইউনিট’র ব্যবস্থাপনায় অত্র ইউনিটে ৪০ তম দাওয়াতে খায়র মহিলা মাহফিল আয়োজিত হয়।
উক্ত দা’ওয়াতে খায়র মহিলা মাহফিলে কানযুল ইমান থেকে দরূদ শরীফের ফযিলত ও গুরুত্ব এবং আ’লা হযরতের সালাতু-সালাম ‘মোস্তাফা জানে রহমত’ এর মাহাত্ম্য, শাওয়ালের ছয় রোজার ফযিলত ও গাউসিয়া তারবিয়াতি নেসাব হতে সংশ্লিষ্ট মাসায়েল নিয়ে সবিস্তারে আলোচনা করা হয়।
🔅সেইসাথে মাহফিলের পূর্বে ইউনিটের পরিচলনায় পবিত্র খতমে গাউসিয়া শরীফ আদায় করা হয়।
🩵🩵🩵 এছাড়াও গাউসিয়া কমিটি বাংলাদেশ মহিলা পরিষদের শরবত বিতরণ কর্মসূচিতে অংশগ্রহণ স্বরূপ স্বল্প পরিসরে উপস্থিত মা-বোনদের মাঝে তবারুক হিসেবে শরবত প্রদান করা হয়।💝
→এতে ৫০ জন মা-বোন উপস্থিত ছিলেন।
আল্লাহ সুবহানাহু ওয়া তাআ’লা সকলের খেদমাতকে কবুল করুন, আ-মীন।
বেহুরমাতে সায়্যিদিল মুরসালীন{ﷺ}।
🔘 তথ্যসূত্র: গাউসিয়া কমিটি বাংলাদেশ মহিলা শাখা, সিটিভিউ আ/এ ইউনিট।
সালামান্তে,
গাউসিয়া কমিটি বাংলাদেশ মহিলা পরিষদ♥️