
18th “Khatm-e-Gausia” and “Da’wat-e-Khair Women’s Mahfil” at MajhAli ir Para, Kholsi Dighi Par, Ward-38.Bandar Thana. & “5th Da’wat-e-Khair Women’s Mahfil Raja Khan Primary School, under North Mohra AOC Unit. Chandgaon Thana
Assalamu Alaikum wa Rahmatullahi wa Barakatuhu.
Alhamdulillah!
On Sunday, 22nd December 2024, under the supervision of Gausia Committee Bangladesh Mahila Parishad, the 18th “Khatm-e-Gausia” and “Da’wat-e-Khair Women’s Mahfil” was successfully held at the residence of Executive Member Haji Hosne Ara and Joint Convener Haji Shahnaz Begum, located in Sharif Building, opposite Pocket Gate, MajhAli ir Para, Kholsi Dighi Par, Ward-38. This event was organized by the Gausia Committee Bangladesh Mahila Branch, Bandar Thana.
→ Approximately 190 mothers and sisters attended the Mahfil.
The Mahfil included enlightening discussions based on the Qur’an and Hadith on the virtues of Siddiq-e-Akbar (RA), the love for the Prophet (peace be upon him), purity of intention, the importance of Madhhab and Tariqat, the method of prayer for the sick from the Gausia Tarbiyati syllabus, and the practices of the month of Rajab.
Source: Gausia Committee Bangladesh Mahila Branch, Bandar Thana.
★★★★★★★★★★★★★★★★
Also, on the same day, Sunday, 22nd December 2024, another “5th Da’wat-e-Khair Women’s Mahfil” was successfully organized by Gausia Committee Bangladesh Women Wing, Chandgaon Thana under the supervision of Gausia Committee Bangladesh Mahila Parishad, at Raja Khan Primary School, under North Mohra AOC Unit.
→ Around 65 mothers and sisters were present.
The Mahfil featured insightful discussions on the honor of Siddiq-e-Akbar (RA), devotion to the Prophet (peace be upon him), the importance of intention in all actions, and causes that invalidate Wudu (ablution) from the Gausia Tarbiyati syllabus.
May Allah Subhanahu wa Ta’ala accept everyone’s humble efforts in His path. Ameen.
Bi hurmati Sayyidil Mursaleen (peace be upon him).
Source: Gausia Committee Bangladesh Mahila Branch, Chandgaon Thana, Chattogram Metropolitan.
Wasalam,
Gausia Committee Bangladesh Women Wing
আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ।
আলহামদুলিল্লাহ!
২২শে ডিসেম্বর, ২০২৪ ইংরেজি, রোজ রবিবার গাউসিয়া কমিটি বাংলাদেশ মহিলা পরিষদ এর পরিচালনায়, শরীফ বিল্ডিং, পকেট গেটের বিপরীতে,আলী মাঝির পাড়া,কলসি দিঘির পার ৩৮ নং ওয়ার্ড গাউসিয়া কমিটি বাংলাদেশ মহিলা শাখা বন্দর থানার আয়োজনে, নির্বাহী সদস্য হাজী হোসেন আরা ও যুগ্ন আহবায়ক হাজী শাহনাজ বেগমের বাসভবনে ১৮তম “খতমে গাউসিয়া” ও *“দা’ওয়াতে খায়র মহিলা মাহফিল” সুসম্পন্ন হয়।
→এতে প্রায় ১৯০ জন মা-বোন উপস্থিত ছিলেন।
উক্ত দাওয়াতে খায়র মহিলা মাহফিলে কুরআন-হাদীসের আলোকে সিদ্দীকে আকবর (রা:) এর শান ও ইশ্বকে রাসূল(দরূদ),নিয়তের পরিশুদ্ধতা, এবং গাউসিয়া তারবিয়াতী নেসাব হতে রোগীর নামাজ এর পদ্ধতি,মাযহাব ও তরীকত্বের প্রয়োজনীয়তাসহ রজব মাসের আমল সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়।
তথ্যসূত্র: গাউসিয়া কমিটি বাংলাদেশ মহিলা শাখা,বন্দর থানা।
★★★★★★★★★★★★★★★★
২২শে ডিসেম্বর ২০২৪ ইংরেজি, রোজ রবিবার, গাউসিয়া কমিটি বাংলাদেশ মহিলা পরিষদ এর পরিচালনায়- গাউসিয়া কমিটি বাংলাদেশ মহিলা শাখা, চান্দগাঁও থানার ব্যবস্থাপনায়,গাউসিয়া কমিটি বাংলাদেশ উত্তর মোহরা এ ও সি ইউনিটের- “রাজা খান প্রাথমিক স্কুল” ৫ম “দা’ওয়াতে খায়র মহিলা মাহফিল” সুসম্পন্ন হয়।
→এতে প্রায় ৬৫ জন মা-বোন উপস্থিত ছিলেন।
উক্ত দাওয়াতে খায়র মহিলা মাহফিলে সিদ্দিকে আকবর (রা:) এর শান ও ইশ্বকে রাসূল(দরূদ),সকল কাজ নিয়্যতের উপর নির্ভরশীল এবং গাউসিয়া তারবিয়াতী নেসাব হতে অজু ভঙ্গের কারণ সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়।
আল্লাহ সুবহানাহু ওয়া তাআ’লা সকলের খেদমতকে কবুল করুন, আ-মীন। বেহুরমাতে সায়্যিদিল মুরসালীন (দরুদ)।
তথ্যসূত্র: গাউসিয়া কমিটি বাংলাদেশ মহিলা শাখা, চান্দগাঁও থানা, চট্টগ্রাম মহানগর।
সালামান্তে~
গাউসিয়া কমিটি বাংলাদেশ মহিলা পরিষদ।